চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ


প্রতিশ্রুত সেবাসমূহ


** মন্ত্রণালয়/বিভাগের মূখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা(সচিব) প্রিন্সিপাল এ্যাডভাইজারের দায়িত্ব পালন।

** অন-লাইনে বেতন ও পেনশন নির্ধারন।

** অন-লাইনে নিরীক্ষাধীন অফিস সমূহের  কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতার বিল পাশ।

** কর্মকর্তা ও কর্মচারীদের জিপিএফ অগ্রিম/চুড়ান্ত পরিশোধ,বিভিন্ন ঋণ, পেনশন ও আনুতোষিক পরিশোধ।

** গ্রান্টস্-ইন-এইড ও প্রকল্পের ছাড়কৃত অর্থের অর্থরিটি সংশিষ্ট ডিসিএ/ডিএও/ইউএও অফিসে প্রেরণ।

** প্রাপ্তি এবং পরিচালন বাজেটর বিপরীতে ব্যয়ের হিসাব সংরক্ষন এবং তার ভিত্তিতে মাসিক হিসাব প্রনয়ন।

** উপযোজন হিসাব প্রণয়ন পূর্বক প্রিন্সিপাল একাউন্টং অফিসের এর স্বাক্ষর করতঃ নিরীক্ষা প্রত্যয়নের জন্য সিএন্ডএজি’র বরাবর উপস্থাপন।

** বাজেট ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন।

** নিরীক্ষাধীন দপ্তরের হিসাবের সাথে সিএও অফিসের হিসাবের সঙ্গতিসাধন।

** সিভিল অডিট কর্তৃক উত্থাপিত অডিট আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।

** জরুরী প্রয়োজনে ডিজিটাল সেবা তথা ই-মেইল, ওয়েবসাইট ইত্যাদি মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগনের সাথে যোগাযোগ করা।

** যে কোন অভিযোগের ক্ষেত্রে অভিযোগ দাখিল নিশ্চিত করা।

বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিসমূহ:-

ক্র: নংসেবার নামসেবা প্রদান পদ্ধতিপ্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থানসেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতিসেবা প্রদানের সময়সীমা (কর্মদিবস)দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
০১বেতন বিল নিষ্পত্তি (২৫ তারিখের মধ্যে দাখিল সাপেক্ষে)কর্মকর্তাদের বেতন বিল নিষ্পত্তির ক্ষেত্রে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতি ব্যবহার অন্যান্য ক্ষেত্রে চেক ইস্যু।১. সংশ্লিষ্ট কাগজপত্রসহ সরকার নির্দেশিত ফরমে বিল দাখিল/অনলাইনে দাখিল।
২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।
বিনা মূল্যেপরবর্তী মাসের ১ম কর্মদিবসের মধ্যেজনাব মাহমুদ হোসেন (এএন্ডএও) 01552350334
০২সরবরাহ ও সেবা মেরামত ও সংরক্ষণ, সম্পদ সংগ্রহ ইত্যাদি খাতসহ উন্নয়ন খাতের বিল নিষ্পত্তি।চেক ইস্যু  ১. সংশ্লিষ্ট কাগজপত্রসহ সরকার নির্দেশিত ফরমে বিল দাখিল  
২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালযের ওয়েব সাইটে পাওয়া যাবে।
বিনা মূল্যে০৭ কর্মদিবসের মধ্যে
০৩জিপিএফ অগ্রিম/চূড়ান্ত/পরিশোধ, গৃহনির্মাণ ও অন্যান্য অগ্রিম, ভ্রমণ ভাতা বিল নিষ্পত্তিচেক ইস্যু  ১. সংশ্লিষ্ট কাগজপত্রসহ সরকার নির্দেশিত ফরমে বিল দাখিল  
২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালযের ওয়েব সাইটে পাওয়া যাবে।
বিনা মূল্যেপ্রাপ্তির তারিখ  থেকে ০৩ কর্মদিবসের মধ্যেজনাব মাহমুদ হোসেন (এএন্ডএও) 01552350334  
জনাব নাজমা সুলতানা (এএন্ডএও) 01914747267
০৪জিপিএফ একাউন্টস স্লিপ ইস্যুএকাউন্টস স্লিপ ইস্যু১. ব্যাংক চালানের মূল কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
২. নির্ধারিত ফরম হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।
বিনা মূল্যে০১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে
০৫পেনশন ইএফটিকরণEFT করণEFT পদ্ধতি ব্যবহারবিনা মূল্যেপরবর্তী মাসের ১ম কর্মদিবসের মধ্যেজনাব নাজমা সুলতানা (এএন্ডএও) 01914747267  
০৬জিপিএফ ব্যালেন্স স্থানান্তর ও পে-স্লিপ ইস্যুএলপিসি/পে-স্লিপ ইস্যুবদলী/কর্মস্থল হতে ছাড়পত্রের কপিবিনা মূল্যে০৭ কর্মদিবসের মধ্যে
০৭পারিবারিক পেনশন নিষ্পত্তিচেক ইস্যু১. সংশ্লিষ্ট কাগজপত্রসহ যথাযথভাবে পূরণকৃত সরকার নির্দেশিত ফরম/ছক /আবেদন
২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।
বিনা মূল্যে০৭ কর্মদিবসের মধ্যে
০৮অনুদান, ঋণ ও অগ্রিম এবং বিভিন্ন আর্থিক মঞ্জুরীপত্রের বিপরীতে অথরিটি ইস্যুঅথরিটি ইস্যুসংশ্লিষ্ট মঞ্জুরীপত্রবিনা মূল্যে০৫ কর্মদিবসের মধ্যে
০৯বেতন নির্ধারণ, এলপিসি ইস্যু, সার্ভিস বহি: ও পেনশন নিষ্পত্তিক. বেতন নির্ধারণপত্র ইস্যু
খ. সার্ভিস বহি: প্রতিস্বাক্ষরকরণ
গ. আনুতোষিক ও পেনশন এর ক্ষেত্রে চেক ইস্যু  
১. আবেদনপত্র
২. যথাযথভাবে পূরণকৃত সরকার নির্দেশিত ফরম/ছক
৩. সার্ভিস বহি:
৪. নির্ধারিত ফরম হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।
বিনা মূল্যে১০ কর্মদিবসের মধ্যেজনাব মাহমুদ হোসেন (এএন্ডএও) 01552350334   জনাব নাজমা সুলতানা (এএন্ডএও) 01914747267  
১০মাসিক পেনশনEFT করণ১. ডি হাফ’স
২. বিল ফরম
৩. আবেদনপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
৪. নির্ধারিত ফরম হিসাব শাখা  অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।
বিনা মূল্যেপরবর্তী মাসের ০৭ কর্মদিবসের মধ্যেজনাব নাজমা সুলতানা (এএন্ডএও) 01914747267  
১১সম্মানিত পেনশনার এর লাইভ ভেরিফিকেশনiBAS++ এর মাধ্যমে এন্ট্রিসম্মানিত পেনশনারের উপস্থিতিবিনা মূল্যেসম্মানিত পেনশনারের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে
১২কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়নে অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।প্রশিক্ষণ প্রদান বিনা মূল্যেনিয়মিতজনাব মাহমুদ হোসেন (এএন্ডএও) 01552350334  
১৩কর্মকর্তাদের ছুটির হিসাব এন্ট্রি  বিনা মূল্যেনিয়মিতজনাব নাজমা সুলতানা (এএন্ডএও) 01914747267

** আপনাদের কাছে আমাদের প্রত্যাশাঃ

    ০১. স্বয়ংসম্পূর্ণ ফরম/ছক/আবেদনপত্র জমা প্রদান।

    ০২. সরকারি আর্থিক বিধি-বিধান ও যধার্থতার মানদন্ড অনুসরণ।

    হিসাব মহানিয়ন্ত্রক

    জনাব এস এম রেজভী
    হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)
    বিস্তারিত

    অফিস প্রধান

    জনাব এ কে এম কবিরুল হুদা
    চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
    বিস্তারিত